শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

বন্যা কবলিত পাকিস্তানে গেলেন অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনে গিয়েছেন। জুনের মাঝামাঝি সময় থেকে চলতে থাকা এই বন্যায় প্রাণ হারিয়েছেন ১৫৫৯ জন মানুষ।

হলিউড অভিনেত্রী এবং জাতিসংঘের মানবাধিকার কর্মী জোলি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দাদু জেলায় যান এবং ভুক্তভোগীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন। অ্যাঞ্জেলিনা জোলি বন্যা কবলিত মানুষকে সহায়তা করার জন্য পাকিস্তান সফল করছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।

পাকিস্তানের দাদু এলাকায় বন্যার কারণে সৃষ্ট পানিবাহিত রোগে মৃত্যু হয়েছে ৩০০-এর বেশি মানুষের। চিকিৎসকরা চেষ্টা করছেন বন্যাদুর্গতদের মাঝে সচেতনতা গড়ে তুলতে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে। জোলির সফর সম্পর্কে পাকিস্তানের সরকারের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি এখনও।

পাকিস্তান সরকার জানিয়েছে, ভারী বর্ষণ ও বন্যায় দেশটির অর্থনৈতিক ক্ষতি হয়েছে তিন হাজার কোটি ডলার। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের সাথে যুক্ত হোন