মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা কলাম্বিয়ার ছবি

স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের ৭০ তম আসরের পর্দা নেমেছে। এবারের আসরে সেরা ছবির পুরস্কার ‘গোল্ডেন শেল’ জিতে নিয়েছে কলাম্বিয়ার ছবি ‘কিংস অব দ্য ওয়ার্ল্ড’।

ছবির গল্প পাঁচ তরুণকে নিয়ে যারা বেড়ে উঠেছে মেডেলিন এর রাস্তায়। পৈতৃক জমির সন্ধানে তারা শহর ছেড়ে যাত্রা করে জঙ্গলের উদ্দেশে।

এবারের আসরে সেরা নির্মাতার পুরস্কার উঠেছে জাপানি নির্মাতা জেনকি কাওয়ামুরার হাতে। ‘হায়াক্কা’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ছবির গল্প ডিমেনশিয়া আক্রান্ত রোগীকে নিয়ে। এটিই নির্মাতার প্রথম ফিচার ছবি। এর আগে তিনি একাধিক ছবি প্রযোজনা করেছেন।

উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতেছে মারিয়ান মাথিয়ার ‘রানার’। ছবির গল্প ১৮ বছর বয়সী এক মেয়েকে ঘিরে যে তার মৃত বাবার শেষ ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নেয়।

সেরা পারফর্মেন্সের জন্য ‘সিলভার শেল’ জিতে নিয়েছেন পল কিরচার (উইন্টার বয়) ও কারলা কুইলেজ (লা ম্যাটারনাল)।

১৬ সেপ্টেম্বর শুরু হওয়া এবারের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে ২৪ সেপ্টেম্বর। সূত্র: হলিউড রিপোর্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের সাথে যুক্ত হোন